Close test with Parts of speech
With
clues:
- Article এর পর gap থাকলে উক্ত gap এর জাগায় adjective বসে। যেমনঃ There lived a ------- king in India. (wise, kind, famous, great)
- Article এর পর adjective থাকলে এবং এর পর gap তারপর noun থাকলে উক্ত gap এর স্থানে past participle বা present participle বসে।
যেমনঃ I saw a nice ------ sari at New market. (coloured) I have beautiful ------- picture hung on the wall. (painted) - কোন sentence এ preposition এর পরে gap থাকলে এবং gap এর পরে noun থাকলে ঐ gap এ ing যুক্ত verb বসবে।
যেমনঃ I am interested in ------ music. (listening) The children are fond of sweets. (eating) - Be verb এর পর gap থাকলে এবং তারপর prepositional phrase থাকলে এ gap এর জায়গায় adjective বসে।
যেমনঃ Mr. Mofiz is ----- at English.(good) They are ------ of snake. (afraid) - Look, seem, grow, taste, remain, sound, appear, turn, become, heap প্রভৃতি verb এর পর gap থাকলে সাধারনত adjective বসে। যেমনঃ The baby looks ------. (nice, pritty, beautiful, smart, gloomy, glad, grave, attractive, ugly)
- Object বিহিন verb থাকলে এবং তারপরে gap থাকলে উক্ত gap এ noun/adjective/adverb বসতে পারে । যেমনঃ We learn ------ (English) He runs ------ (fast) She learns ----- (swimming) He reads ------- (perfectly)
- Be Verb এরপরে gap থাকলে এবং তারপরে adjective থাকলে gap এর স্থলে adverb বসে।যেমনঃ My father’s idea was ------ right. (fully, totally, absolutely, undoubtedly, certainly)
- Definite article এরপর gap থাকলে এবং তারপরে Noun থাকলে gap এর স্থলে Adjective এর superlative form বসে। যেমনঃ Mr. Rana is the ------ man in the locality. (wisest, richest, strongest, best, tallest)
- Help, mind, feel, alike, worth, object to, confess to, used to, with a view to, look forward to প্রভৃতির পর gap থাকলে suitable verb এনে তার সঙ্গে ing যোগ করতে হয়। যেমনঃ I can’t help ---- my sister’s house. (going)
- Sentence এর প্রথমে subject না থেকে gap থাকলে এবং পরে subject + মূল verb থাকলে প্রথমে suitable verb এর সঙ্গে ing যুক্ত হবে। যেমনঃ -----in the High court, Mr. Kalam is happy. (Practicing)
- One of the, many of the , most of the প্রভৃতির পর gap থাকলেউক্ত gap এর জাগায় Noun এর plural form বসে। যেমনঃ Karim is one of the brilliant ----- of the school.(students) Many of the ------ are playing in the field. (boys)
- Sentence এর শুরুতে শুধুমাত্র Most of the থাকলে এবং এরপর gap থাকলে উক্ত gap এরপর countable noun এর plural form বসে। যেমনঃ Most of the ------ were present in the class. (boys)
Most of the ------ he remains busy. (time) - Have, has, had এবং মূল Verb এরপরে gap থাকলে উক্ত gap এ সাধারনত Noun,Object হিসেবে বসে।
যেমনঃ He has a ----------. (problem) Rana has ------- of mind. (presence) - Fill in the gap Not only ------ but also এর ব্যবহার যেমনঃ He is------- honest but --------- kind. (not only, also) Not only my father ------- I ------ supported the idea. (but, also)
NB. এ ক্ষেত্রে subject ভিন্ন হলে Not only word পরে বসে। Not only ছাড়াও অন্যান্য co-relatives গুলো Fill in the gap এ ব্যবহৃত হয়। যেমনঃ either---or, neither--- nor, Both ---and, too ---- to, So ----- that, No sooner---- than, so---as, such---as, hardly --- when. - Gap এর আগে Adjective এবং পরে Noun থাকলে উক্ত gap এ সাধারনত preposition বসে। যেমনঃ Fahim is good ------- administration. (in)
- Gap এর আগে মূল verb এবং gap এর পরে Article/ Noun Phrase বসে। (Article+ Adverb / Adjective + Noun) থাকলে উক্ত Gap এ preposition বসে। যেমনঃ She is ----- good position.(in) Karim is ----- good health. (in)
- Sentence এর শুরুতেই Gap এবং ডানে Noun Phrase/ Article অর্থাৎ Article + Adverb/Adjective + Noun থাকলে Gap এ Preposition বসে। যেমনঃ ------- a poorest condition ------- a man. (in, with)
- Gap এর বাম দিকে full sentence এবং ডান দিকে full sentence থাকলে মাঝে conjunction বসে। যেমনঃ I went to Barishal ------ my friends meet me. (and)
- Sentence এর শুরুতেই Gap এবং তারপর Noun Phrase/ Article. যেমনঃ Article + Adverb/ Adjective + Noun থাকলে Gap এ preposition ব্যবহৃত হয়। যেমনঃ A poorest condition ----- man. (in/ with)
- Gap এর বাম দিকে পূর্ণ Sentence এবং ডান দিকেও যদি পূর্ণ Sentence থাকে তবে তার মাঝে Conjunction ব্যবহৃত হয়। যেমনঃ I went to Barishal -------- my friend met me. (and)
- Gap এর ডানে বা বামে noun থাকলে উক্ত gap এ conjunction হবে। যেমনঃ Jony ------- Rony took the decision last. (and)
- দুটি clause এর মাঝখানে gap থাকলে উক্ত gap এ conjunction বসে । যেমনঃ
He has well done the job ----- got the reward. (and) - Subject singular হলে verb singular হবে। যেমনঃ The --------- of his eyes ------ blue. (colour, is)
The --------- on the table ----- red. (books, are) - Subject third person singular tense এর হলে verb এর শেষে s/es যোগ করতে হয়। যেমনঃ Karim -------- to school. (goes)
- For /since এর পর সময় উল্লেখ থাকলে Present perfect continuous tense হয়। যেমনঃ He has been --------- since morning. (reading)
- Am, is, are, was, were, has been, have been, will be এর পরে verb এর -ing form হয়। যেমনঃ
They are ------ the job. (doing) He has been ---------here for six months. (living) - Sentence এ am, is , are, was, were থাকলে Sentence এর অর্থ অনুসারে verb এর present participle / Adjective বসতে পারে। যেমনঃ She is -------- to live in a small family. (unhappy)
- Am, is, are, was, were এর পর Gap এ Past participle হবে যদি Gap এর পরে by থাকে । যেমনঃ The letters were ------- by her was lost yesterday. (written)
- Am, is, are, was, were এর পর Gap এ Noun হবে যদি Gap এর আগে Article থাকে । যেমনঃ Mr. Abdur Rahim was a --------. (farmer)
- In, on, of, for, from, by, without ইত্যাদির পরে verb এর সাথে ing হয়। যেমনঃ She is skill in ----------- English. (speaking)
- Being,/ been/ to be/ having এর পর মুল verb এর Past participle হয়। যেমনঃ Having --------- the work, he left the office.
- Have, has, had এবং মূল verb এর পরে gap থাকলে উক্ত Gap এ Noun , Object হিসেবে বসে। যেমনঃ Rana has --------- . (some qualities)
- Subject + Verb + Object এর পরে Gap থাকলে উক্ত Gap এ Adjective বসে । যেমনঃ She loves me ---------. (sincerely)
- Subject + Verb + Object এর পরে আরেকটি Noun Object হিসেবে বসে। যেমনঃ She sent me --------- . (flowers)
- প্রথমে subject না থেকে verb থাকলে এবং পরে Subject + মুল verb থাকলে প্রথম verb এর সাথে -ing যুক্ত হয়। যেমনঃ Rahim can't ride a bicycle------- hard from the beginning. (practicing)
- প্রথমে subject + শূন্যস্থান থাকলে + পরে মূল verb থাকলে শূন্য স্থানে verb এর সাথে ing যুক্ত হবে। যেমনঃ
The people, -------- in the midst of poverty are the worst victims of the natural disasters. (living) - Possessive এর পরে সব সময় Noun বসে। যেমনঃMy father, their mother, our friend , his book.
- To এর পর verb এর present formহয়। ব্যাতিক্রম ing ও হয় যেমনঃ view to/ look forward to/ get used to/ prefer to/ accustomed to/ be used to ইত্যাদি । He used to living in cold climate.
- Noun এর পূর্বে সর্বদা Adjective বসে। যেমনঃ She is a -------- girl. (beautiful)
- Noun সব সময় subject ও object হিসেবে বসে। যেমনঃ The book is on the table.
- কিছু কিছু ক্ষেত্রে Preposition (with, for, by) এর পরে বসে । যেমনঃ I did with --------- . (confidence)
- (a) The এর পরে সবসময় Noun বসে। (b) Subject - এ কয়েকটি শব্দ থাকলে of এর দুই পার্শ্বে Noun বসে । যেমনঃ The ----- of his ----- is sure. (possibility, success)
- Feel, become, get, look এর পরে সবসময় Adjective যেমনঃ The people look--------- (gainful)
- Get, had এর পর Object + Verb থাকলে Verb টি Past participle হবে । যেমনঃ I got the work ------ by him. (done)
- কোন শব্দ পরিবর্তনের সময় দুই পাশে যদি Preposition থাকে তবে মাঝের টি Noun হবে। যেমনঃ (in condition with, in turns of) I have done it in ------ of my friend. (favour)
- Kept / started ইত্যাদির পর verb এর ing form হয়। যেমনঃ He kept -------- (writing)
- Subject + Verb এর পরে object এর প্রয়োজন না থাকলে শূন্যস্থানে adverb বসে। যেমনঃ He came ------- (hurriedly)
- Tomorrow, the next day, latter ইত্যাদি থাকলে Future Indefinite tense হয়। যেমনঃ The next day ----------- holiday. (will be)
- Verb এর সাথে ing যুক্ত হয়ে noun হলে তা sentence এর subject বা Object হতে পারে। ------- is a good exercise. (Swimming)
- Adjective এর পূর্বে the থাকলে verb টি plural হয়। যেমনঃ The pious ------- happy. (are)
- Phrasal verb এর শেষের preposition sentence এ থাকে না সে ক্ষেত্রে উপযুক্ত preposition বসিয়ে sentence পূর্ণ করতে হয়। যেমনঃ I am looking -------- them. (for)
Comments
English Literature
Parts of Speech in English Grammar
Dear friend, your article is very informative, you are doing an awesome job, please never give up and keep it up.